Total Pageviews

Thursday, July 28, 2011

মাথাব্যথা ও বমি

সমস্যা: আমার বয়স ১৮, কলেজে পড়ি। প্রায় দুই বছর ধরে ঘুম থেকে ওঠার পর প্রচণ্ড মাথাব্যথা হয়। আর মাথাব্যথার সময়কিছু খেলে বমি হয়। বিশেষ করে মাথার সামনের দিকে বেশি ব্যথা করে এবংচোখ লাল হয়। আমি দুই মাস আগে একজন নিউরোমেডিসিন বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করি। তিনি আমাকে ‘ডিসোপ্যান ০.৫’ এবং ‘ইনডেভার ৪০’ ওষুধ খাওয়ার পরামর্শ দেন। ওষুধগুলো খাওয়ার পর ও মাথাব্যথা ও বমি হয়েছে।আমার ভয় কোনো জটিল অসুখ হলো কিনা। কী করলে আমার সমস্যা কাটিয়ে উঠতে পারব?
নাম-ঠিকানা প্রকাশেঅনিচ্ছুক
পরামর্শ: একদম ভয় পাওয়ার কিছু নেই। এটা খারাপ ধরনের অসুখ না। একজন চক্ষুবিশেষজ্ঞের কাছেগিয়েচোখ দেখিয়েনিন। সঙ্গে সাইনের একটি এক্স-রে করানোও দরকার।আপাতত স্টেমিটিল ৫ এমজি সকালে খাবারের আগে খেতে থাকবেন।বেশি মাথাব্যথা হলে প্যারাসিটামল খেতে পারেন। অতিরিক্ত টেনশন পরিহার করুন। ধূমপানে অভ্যস্ত থাকলে ত্যাগ করুন।
পরামর্শ দিয়েছেন এ বি এম আবদুল্লাহ
ডিন, মেডিসিন অনুষদ, অধ্যাপক
মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
সূত্র: দৈনিক প্রথম আলো

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Facebook Themes