Total Pageviews

Saturday, October 8, 2011

টাইপ-১ ডায়াবেটিসের নতুন জিন শনাক্ত

ইনসুলিন এক ধরনের হরমোন, যা রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। টাইপ-১ ডায়াবেটিস হলে শরীর খুবই সামান্য বা একেবারেই ইনসুলিন তৈরি করা বন্ধ করে দেয়। ফলাফল হলো, রক্তে গ্লুকোজের মাত্রা বাড়তে থাকে ও টাইপ-১ ডায়াবেটিসের লক্ষণ দেখা দেয়। এই ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা প্রতিদিন ইনসুলিন নিতে বাধ্য হন।
সম্প্রতি টাইপ-১ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় এমন এক ধরনের জিন গ্রুপের সন্ধান পেয়েছেন ফিলাডেলফিয়া শিশু হাসপাতালের একদল গবেষক। তাঁরা টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত ১০ হাজার ব্যক্তি ও ডায়াবেটিস নেই এমন ১৭ হাজার ব্যক্তির মধ্যে তুলনা করে উল্লেখযোগ্য ছয়টি বিশাল ডেটাবেইস বানিয়েছেন। ডেটাবেইসগুলোয় ডিএনএ সিকুয়েন্স পরিবর্তনকারী সিঙ্গেল-নিউক্লিওটাইড পলিমর্ফিজম (SNPs)-সংক্রান্ত তথ্য সংরক্ষিত করা হয়েছে। এসএনপি রোগ তৈরির কোনো জেনেটিক মিউটেশন নয়; বরং এগুলো একেকটি সাইনপোস্টের মতো বিজ্ঞানীদের সতর্ক করে দেয়_নির্দিষ্ট স্থানের জিনদল রোগের জন্য দায়ী। এবার গবেষক দল নতুন তিনটি এসএনপির অবস্থান শনাক্ত করেছে, যা আগে পাওয়া আরো ৫০টির সঙ্গে মিলিয়ে তাঁরা ভাবছেন, এগুলোর সঙ্গেই রয়েছে টাইপ-১ ডায়াবেটিসের সম্পর্ক। নতুন গবেষণায় প্রাপ্ত জিনদলের অবস্থান থেকেই গুরুত্বপূর্ণ এই এসএনপিগুলো পাওয়া গেল। সম্পর্কের বিষয়টি এখনো স্পষ্ট না হলেও বিজ্ঞানীরা অগ্ন্যাশয়ের আইলেট (Islet) কোষে ওই নির্দিষ্ট জিনগুলো পেয়েছে, আর আইলেট কোষই ইনসুলিন তৈরি করে। বিভিন্ন জটিল রোগের মধ্যে টাইপ-১ ডায়াবেটিসের জিনগত গঠনতন্ত্র চিহ্নিত করার ক্ষেত্রেই আমরা সবচেয়ে বেশি এগিয়েছি, জানান গবেষক স্টুরান গ্রান্ট। তিনি ফিলাডেলফিয়া শিশু হাসপাতালের সেন্টার ফর অ্যাপ্লাইড জেনোমিঙ্রে অ্যাসোসিয়েট ডিরেক্টর। প্রাপ্ত তথ্যকে ক্লিনিক্যালি ব্যবহারের জন্য আরো কাজ করতে হবে গবেষকদের, বলেছেন গ্রান্ট।
ইন্টারনেট থেকে জুবায়দা গুলশান আরা

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Facebook Themes