নারীর স্বাস্থ্য
অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
আহমদ পাবলিশিং হাউস
প্রকাশকাল: এপ্রিল ২০১১,
বৈশাখ ১৪১৮
মূল্য: একশত পঞ্চাশ টাকা মাত্র
আমাদের দেশে ধরে নেওয়া হয় যে সন্তান ধারণ, তাদের লালন-পালন, রান্নাঘরের যাবতীয় কাজ, ঘর-সংসার সামলানো এবং স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সেবা করাই নারীর প্রধান কাজ। কিন্তু খাওয়ার সময় তার পাতে একমুঠো ভাতের বেশি হয়তো জোটে না। এ অবস্থায় অসুখ-বিসুখ নারীর নিত্যসঙ্গী। যখন মা বা মেয়ের অসুখ হয়, তার সুচিকিৎসার সুযোগ প্রায়ই থাকে না। এই রূঢ় বাস্তবতায় অধ্যাপক ডা. শুভাগত চৌধুরীর লেখা নারীর স্বাস্থ্য বইটি খুব গুরুত্বপূর্ণ।
নারীদের স্বাস্থ্যভাবনা, তাদের চেকআপের বিষয়ে পরামর্শ, স্তন ক্যানসার সচেতনতা, হূদস্বাস্থ্যকর খাবার, নারীর প্রজননজীবন, ঋতুবন্ধ প্রভৃতি জরুরি বিষয়ে অনেক কিছু জানা যাবে বইটি থেকে।
বইয়ের ভূমিকায় লেখক উল্লেখ করেছেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সূত্র অনুযায়ী, নারীরা গড়ে পুরুষদের চেয়ে ৮-১০ বছর বেশি বাঁচে। তাদের বেশি বাঁচতে হয়। এটা প্রকৃতির বিধান। কারণ সন্তানের দেখাশোনা ও বড় করে তোলার দায়িত্ব তো মায়ের। নারী যেন সুস্থভাবে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে, সেটা দেখা সমাজের কর্তব্য।
নারীর সুস্বাস্থ্য নিশ্চিত করার দায়িত্ব নারী-পুরুষ-নির্বিশেষে সবার। ডা. শুভাগত চৌধুরীর বইটি সবার হাতের কাছে রাখার মতো।
আব্দুল কাইয়ুম
সূত্র: দৈনিক প্রথম আলো
0 মন্তব্য(সমূহ):
Post a Comment