সমস্যা: আমার বয়স ২০ বছর, ওজন ১৩০ পাউন্ড, লম্বা পাঁচ ফুট সাড়ে আট ইঞ্চি। আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে। সমস্যা হলো, তিন-চার বছর ধরে আমার ওপরের ঠোঁটের মাঝখানের অংশে চামড়া উঠে যায়। চামড়া ওঠার কারণে জায়গাটুকু গর্তে পরিণত হয়েছে। এ নিয়ে আমি খুব বিভ্রান্ত এবং বিব্রত অবস্থার মধ্যে আছি। দিনে দুইবার ভ্যাসলিন ব্যবহার করি। তবুও চামড়া ওঠে। সমস্যার সমাধান দিয়ে আমাকে নিশ্চিন্ত করবেন।
মো. তানজিন আহমেদ, বগুড়া।
মো. তানজিন আহমেদ, বগুড়া।
সমাধান: ঠোঁট শুষ্ক থাকার জন্য এবং হাত দিয়ে খোঁটানোর জন্য এ ক্ষত তৈরি হয়েছে বলে মনে হচ্ছে। আপনি চেষ্টা করবেন ঠোঁটে হাত না দিতে এবং জিহ্বা দিয়ে ঠোঁট বারবার ভেজাবেন না। এতে আপনি ঠোঁট কিন্তু শুষ্ক হয়ে যায়। স্বাভাবিক ময়েশ্চারিং ক্রিম তিন-চার বার লাগালে শুষ্কতা ফিরে আসবে। আপনি ট্যাবলেট ফেনাডিন ১২০ মিলিগ্রাম দৈনিক তিনবার করে ১৫ দিন খাবেন। এ ছাড়া ব্যাকট্রোবেন অয়েনমেন্ট দিনে দুই বার ক্ষত স্থানে ১০ দিন লাগান। আপনার সমস্যার সমাধান হবে বলে আশা করছি।
সৈয়দ আফজালুল করিম
চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক,
হলিফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
সূত্র: দৈনিক প্রথম আলো
চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক,
হলিফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
সূত্র: দৈনিক প্রথম আলো


5:46 AM
মমরানী

Posted in:

0 মন্তব্য(সমূহ):
Post a Comment