Total Pageviews

Saturday, July 23, 2011

প্রস্রাবের সমস্যা

সমস্যা: আমার বয়স ২২। ওজন ৬২ কেজি। প্রায় দুই বছর ধরে আমার প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া হয়।এমবিবিএস ও হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে কোনো লাভ হয়নি। কিছুদিন পর আবার পেটের বাঁ দিকে ব্যথা করে, শক্ত হয়েথাকে, পেট ফুলে যায়। পেটে জ্বালাপোড়া হয়। তারপর একজন ইউরোলজি বিশেষজ্ঞ দেখাই, কোনো লাভ হয়নি। আমার পায়খানা ক্লিয়ার হয়। আমাকে আর কী করতে হবে, কী ওষুধ খেতে হবে। তা জানালে খুবই উপকৃত হব।সব পরীক্ষা করি। পরীক্ষা নরমাল হয়। ওষুধ ফুল কোর্স সম্পূর্ণ করি।
এস আই টুটুল
পরামর্শ: আপনার অসুস্থতার বর্ণনা ও বিভিন্ন পরীক্ষার রিপোর্টদেখে আমার মনে হচ্ছে আপনি প্রস্টেট গ্রন্থির প্রদাহ ও ইউরেত্রাটিসে ভুগছেন। প্রস্টেট গ্রন্থির প্রদাহ খুব জটিল কোনো অসুখ না। এটি অনেকেরই হয়েথাকে—চিকিৎসায় সুস্থও হয়েযায়। অসুবিধা হচ্ছে প্রস্টেট গ্রন্থির প্রদাহে দীর্ঘস্থায়ী অ্যান্টিবায়োটিক চিকিৎসার প্রয়োজন হয়। আপনি আপনার ইউরোলজিস্টের পরামর্শ গ্রহণকরুন ও দৈর্য্য ধরে চিকিৎসা নিন।
এ ক্ষেত্রে নিয়মিত ২.৫ লিটার পানি ২৪ ঘণ্টায়পান করা, প্রতিদিন ব্যায়াম করা (হাঁটা, সাঁতার কাটা) কুসুম গরম পানিতে hipbath নেওয়া বেশউপকারী। টমেটো, গাজর, পেঁয়াজ নিয়মিত খেলে উপকার পাওয়া যায়। খাদ্যে মাংসের পরিমাণ কমিয়েআনা প্রয়োজন।
পরামর্শ দিয়েছেন: কাজীরফিকুল আবেদীন | তারিখ: ২০-০৭-২০১১
সহকারী অধ্যাপক (ইউরোলজি),
ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি,
ঢাকা।
সূত্র: দৈনিক প্রথম আলো,

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Facebook Themes