Total Pageviews

Thursday, July 28, 2011

প্রস্রাবের সমস্যা

সমস্যা: আমার বয়স ২৪। আমি তিন-চার বছর ধরে প্রস্রাবের সমস্যায় ভুগছি।আমি একজন বিশেষজ্ঞ অধ্যাপকের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষার পর জানতে পেরেছি সমস্যাটির নাম ব্লাডার নেক অবস্ট্রাকশন (Primary bladder neek obstruction)।তিনি আমাকে সার্জারির পরামর্শদেন। কিন্তু ওই সার্জারির একটা নেতিবাচক দিক আছে(যেমন বাচ্চা পেতে সমস্যা হয়)। আমি অবিবাহিত, তাই আমি জানতে চাই ওই সমস্যা থেকে মুক্তি পেতে সার্জারি ছাড়া বিকল্প কোনো পথ আছেকিনা বা আরও কয়েক বছর পর সার্জারি করালে কোনো সমস্যা আছেকিনা? এ সম্পর্কেযথার্থপরামর্শ পেলে উপকৃত হব। এ সংক্রান্ত কিছু পরীক্ষার কাগজ সঙ্গে পাঠালাম।
এম ডি হোসেন চৌধুরী
বড়লেখা, মৌলভীবাজার
পরামর্শ: আপনার সমস্যাটি নিরাময়যোগ্যঅসুস্থতা। এটি ওষুধের মাধ্যমে চিকিৎসা করা যায়। তবে অসুখের তীব্রতা বেশিহলে ও দীর্ঘস্থায়ী হলে—ওষুধ চিকিৎসা কার্যকর না হলে, অপারেশন প্রয়োজন। Primary bladder neek obstruction-এর একটি অন্যতম জটিলতা হচ্ছে—ধীরগতিতে কিডনির কাজ করার ক্ষমতা কমে যাওয়া বা ধীরগতি কিডনি বিকলতা দেখা দেওয়া। এটি জটিলতা থেকে রক্ষা পেতে প্রয়োজনে অপারেশন জরুরি। আপনি অবিবাহিত বিধায়এই অপারেশন এখনই না করে ওষুধের চিকিৎসায় থাকা প্রয়োজন। নিয়মিত বা নির্দিষ্ট সময় পর পর চিকিৎসকের (ইউরোলজিস্টের) পরামর্শনেওয়া প্রয়োজন। urethrocystos copy-র কথা আপনি বলেছেন—এটি এ ক্ষেত্রে কখনো কখনো করা প্রয়োজন হয়। আপনার ইউরোলজিস্ট প্রয়োজন মনে করলে এটি করার পরামর্শদেবেন। এর সঙ্গে একটি কথা উল্লেখ করতে চাই, এই অসুস্থতায় যেহেতু আপনি ভুগছেন, দীর্ঘদিন ওষুধের চিকিৎসা চালিয়ে যেতে থাকুন আর দ্রুত আপনি সন্তান নিন ও পরিবার সম্পূর্ণ করুন।
পরামর্শ দিয়েছেন
কাজীরফিকুল আবেদীন
সহকারী অধ্যাপক (ইউরোলজি), ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি, ঢাকা।
সূত্র: দৈনিক প্রথম আলো

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Facebook Themes