Total Pageviews

Monday, October 10, 2011

মাথার চুল

ল্প বয়সেই আজকাল মানুষের চুল পেকে যাচ্ছে। এতে কম বয়সী কোন তরুণ, যুবক বা তরুণী, যুবতীকে বুড়ো বা বুড়িদের মতো দেখায়। এ নিয়ে তো অনেকের চিন্তার শেষ নেই। তবে এমন ব্যক্তিদের জন্য সুখবর দিয়েছেন বিজ্ঞানীরা। তারা আবিষ্কার করেছেন একটি বিস্ময়কর পিল, এ পিল খেলে চুল সাদা হওয়া বন্ধ হয়ে যাবে। গতকাল এ খবর দিয়েছে অনলাইন দ্য সান। এতে বলা হয়েছে, যাদের চুল এখনও কালো আছে তারা যদি ওই পিলটি সেবন করেন তাহলে চিরদিনই তাদের চুল কালো থাকবে। এমন তাক লাগানো কথা বলেছেন কসমেটিক জায়ান্ট প্রতিষ্ঠান ল’রেল-এর বিশেষজ্ঞরা। তারা প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিদিন একবার এ পিল সেবন তেমন ব্যয়বহুল হবে না। পিলটি পুরোপুরি প্রাকৃতিক। কারণ, এটি প্রস্তুত করা হয়েছে ফলের নির্যাস থেকে।
ল’রেলের চুল বিষয়ক প্রধান ব্রুনো বার্নার্ড বলেছেন, তাদের চুল সাদা হয়ে যাওয়ার আগে থেকেই এ পিলটি ব্যবহার করতে হবে। তবে ইচ্ছা হলেও আপনি এখনই এ পিলটি পাবেন না। এজন্য ল’রেল ধৈর্য ধরার পরামর্শ দিয়েছে। বলেছেন, ২০১৫ সাল নাগাদ তারা পিলটি বাজারজাত করবে। তারপরও এ পিলটি সেবন করার সঙ্গে সঙ্গেই চুল কালো হয়ে যাবে না। পিলটি সেবনের ১০ বছর বা তারও বেশি সময় নেবে কাজ করতে। কারণ, পাকা চুলকে কালো করতে পিলটির এমনই সময় লাগবে। গবেষকরা বলেছেন, ওই পিলটিতে ব্যবহার করা হয়েছে ফলের নির্যাস থেকে, যার রাসায়নিক নাম দেয়া হয়েছে টাইরোসিনাসে রিলেটেড প্রোটিন-২ বা টিআরপি-২।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Facebook Themes